নিজস্ব প্রতিবেদক : মাঠে সোনালী ধানে কৃষকের মনে আনন্দের ঢেউ। কিন্তু কাটতে শ্রমিক পাচ্ছেন না কৃষক। এদিকে আকাশে মেঘ। বৃষ্টি নামলেই সর্বনাশ।
এই পরিস্থিতিতে এগিয়ে এলেন যুবলীগ নেতা। তার সহযোগিতা ধান উঠলো আঙিনায়। হাসি ফুটলো কৃষকের।
করোনা সংকটে অসহায় মানুষ এবং কৃষকের পাশে দাঁড়াতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে সারা দেশে যুবলীগের নেতা-কর্মীরা মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এতে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির সভাপতি শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
এরই অংশ হিসেবে মির্জাপুর উপজেলার কৃষকের ধান কেটে তুলে দিলেন যুবলীগ নেতা এন আই আহমেদ সৈকত। তার সহযোগিতায় বিপদগ্রস্ত কৃষক আব্দুর রাজ্জাক কৃতজ্ঞতা জানিয়েছে সংগঠনকে।
আব্দুর রাজ্জাক বলেন, ‘করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকটে পড়ি। পরে যুবলীগের নেতা এন আই আহমেদ সৈকতের সহযোগিতায় ধান কেটে বাড়িতে পৌঁছে দেন। তার মানবিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এন আই আহমেদ সৈকত বলেন, ‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কাজ করে যাচ্ছি। এর ধারাবাহিকতায় অসহায় কৃষকের জন্য কিছু করার চেষ্টা করেছি। ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে।
এর আগে ত্রাণ নিয়ে রাজধানীর অলিতে-গলিতে অসহায় কর্মহীন মানুষের জন্য ছুটেছেন যুবলীগের এই নেতা। সৈকত বলেন, ‘যার যতটুকু সামর্থ্য আছে, তাই নিয়ে আমরা এগিয়ে আসি তাহলে এই দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হবো।