শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:১৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::

জেনেভায় স্থায়ী প্রতিনিধি হলেন মোস্তাফিজুর রহমান

  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২০
  • ১৮৬ বার পঠিত

নিউজ ডেস্ক: জেনেভায় জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি হিসাবে মো. মোস্তাফিজুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি সিঙ্গাপুরে বাংলাদেশের বর্তমান হাইকমিশনারের দায়িত্ব পালন করছেন।

রোববার (১৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

মোস্তাফিজুর রহমান বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পররাষ্ট্র বিষয়ক ক্যাডারের একাদশ ব্যাচের পেশাদার কূটনীতিক। কূটনৈতিক হিসাবে তিনি প্যারিস, নিউইয়র্ক, জেনেভা এবং কলকাতায় বাংলাদেশ মিশনে বিভিন্ন সক্ষমতা অর্জন করেছিলেন।

তিনি নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি হিসাবেও কাজ করেছেন। এছাড়া তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ উইংয়ের বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন।

তিনি স্যার সলিমুলাহ মেডিক‌্যাল কলেজ থেকে মেডিক‌্যাল স্নাতক। ফ্রান্সের প্যারিসের আন্তর্জাতিক প্রশাসনিক ইনস্টিটিউট থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে স্নাতকোত্তর ডিপ্লোমা এবং যুক্তরাজ্যের লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক আন্তর্জাতিক আইন বিষয়ে স্নাতকোত্তর অর্জন করেছেন মো. মোস্তাফিজুর রহমান। বিবাহিত জীবনে তিনি দুই সন্তানের জনক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com