নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: রাজধানীর ইন্দিরা রোড থেকে পশ্চিম রাজাবাজার সড়কের জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের তরুণ রাজনৈতিক নেতারা।
মঙ্গলবার (২১ মে) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের ইনডোর হতে পশ্চিম রাজাবাজার এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই নাজুক। ফলে বছরের বেশির ভাগ সময় স্যুয়ারেজের পানি রাস্তায় জমে থাকে। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় স্কুল কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ প্রচণ্ড ভোগান্তিতে পড়ে। এছাড়া স্যুয়ারেজের ময়লা পানি উপচে বাসাবাড়ির খাবার পানির রিজার্ভ ট্যাংকে প্রবেশ করায় জনস্বাস্থ্য মারাত্মক হুমকিতে পড়েছে।
বক্তারা আরও বলেন, ২৭নং ওয়ার্ড অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে স্কয়ার হসপিটাল, রাজধানী স্কুল, তেজগাঁও কলেজ ছাত্রাবাস, বিকল্প ‘ল’ কলেজ, পশ্চিম রাজাবাজার জামে মসজিদ এবং তেজগাঁও কলেজ ছাত্রাবাস মসজিদ অবস্থিত। প্রতিদিন হাজার হাজার মানুষ ইন্দ্রিরা রোড দিয়ে পশ্চিম রাজাবাজারের মসজিদ মাদরাসা স্কুল কলেজ সরকারি-বেসরকারি হাসপাতাল ও প্রতিষ্ঠানের যাতায়াত করেন। তাই অনতিবিলম্বে এ রাস্তার জলাবদ্ধাতা দূর করা হোক।
এর আগে জলাবদ্ধতার স্থায়ী সমাধানে গণস্বাক্ষর অভিযান চালানো হয়। সমস্যার বিবরণ উল্লেখসহ সমাধানে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র, ওয়ার্ড কাউন্সিলর এবং পরিবেশ অধিদফতর বরাবর আবেদনপত্র জমা দেয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ, বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য শারমিন আক্তার ময়না, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সালমা ইসলাম বিনু, বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য পারুল আক্তার মল্লিক, জাতীয়বাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ডালিয়া রহমান প্রমুখ।