জ্যেষ্ঠ প্রতিবেদক : মোনেম গ্রুপের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিল্পপতি আবদুল মোনেম খান আর নেই।
রোববার (৩১ মে) সকালে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আবদুল মোনেম লিমিটেডের ইগলু আইসক্রিমের প্রধান নিবার্হী কর্মকর্তা (সিইও) কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ১৭ মে আবদুল মোনেম খান স্ট্রোক করেন। সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দেশের স্বনামধন্য এ শিল্পপতি মারা যান।
কামরুল হাসান জানান, ব্রাহ্মণবাড়িয়ায় নিজ গ্রামের বাড়িতে তার নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হবে।