নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার লালবাগের পোস্তার গাজী টাওয়ারে লাগা আগুন একঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
বৃহস্পতিবার (৪ জুন) রাত পৌনে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। যা নিয়ন্ত্রণে আসে পৌনে ১১টায়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে তিনি জানান, রাত পৌনে দশটার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।