অর্থনৈতিক প্রতিবেদক: নতুন অর্থবছরে ডায়াপার ও স্যানিটারি ন্যাপকিনের খরচ বাড়তে যাচ্ছে।
আজ বৃহস্পতিবার ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমা’ শিরোনামে ২০২০-২১ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে এ প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপার শিল্পের একটি কাঁচামাল Textileback sheet/ Non-woven air through bonded আমদানিতে বিদ্যমান রেয়াতি সুবিধা সম্প্রসারণের প্রস্তাব করেছেন। ফলে স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারের দাম বাড়তে পারে।