শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:১০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::

সংগীতশিল্পী খালিদ হোসেনের মৃত্যুতে ন্যাপের শোক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯
  • ৩২২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ একুশে পদকপ্রাপ্ত ও খ্যাতিমান নজরুল সংগীতশিল্পী খালিদ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন । বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

তারা বলেন, খালিদ হোসেনের গাওয়া সঙ্গীত মানুষের মনে প্রশান্তি যুগিয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামে রচিত ইসলামী সঙ্গীতগুলো তার কণ্ঠে যখন ভেসে আসতো তখন মানুষের হৃদয়ে প্রশান্তি আসতো।
যারা গানকে নান্দনিকতা দিয়েছিলেন তাদেরই মধ্যে অন্যতম কিংবদন্তি কণ্ঠশিল্পী ছিলেন খালিদ হোসেন। তার কণ্ঠে আমাদের গানের ভুবন ঐশ্বর্যবান হয়েছে। তার মতো গুণী শিল্পী কর্মময় জীবন দিয়ে ভালোবাসায় কোটি মানুষের মন-মন্দিরে অমরত্ব প্রতিষ্ঠা করেছেন। তিনি বেঁচে থাকবেন চিরকাল; যতদিন বাংলায় গান হবে, যতদিন নজরুলের সঙ্গীত বাজবে। তাকে গানের প্রেমিক বলেই স্মরণ করবে সঙ্গীত অনুরাগীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com