রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:০৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

শেখ আব্দুল্লাহ বাবা-মায়ের কবরের পাশে সমাহিত

  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ২২০ বার পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি: গ্রামের বাড়ি গোপালগঞ্জের কেকানিয়াতে ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহর জানাজা।

ধর্ম প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আব্দুল্লাহর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। আজ রবিবার (১৪ জুন) আসর নামাজের পর গোপালগঞ্জ সদর উপজেলার কেকানিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। এর আগে বাড়ির মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীর জানাজাতে উপস্থিত ছিলেন।

বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা থেকে সরাসরি তার মরদেহ গ্রামের বাড়ি কেকানিয়াতে এসে পৌঁছায়। বিকেল ৪-৫৫ মিনিটে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

এর আগে ধর্ম প্রতিমন্ত্রী ও গোপালগঞ্জের সকলের প্রিয় আব্দুল্লাহ ভাইয়ের মৃত্যুর খবরে জেলার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। নেতা-কর্মীসহ সর্বস্তরের লোকজন শোক প্রকাশ করেছেন তার মৃত্যুতে। তার মৃত্যুর খবর শোনার পর শহরের কলেজ রোডের বাসায় ও গ্রামের বাড়িতে দীর্ঘদিনের রাজনৈতিক সহচর, সহকর্মী, নেতা-কর্মী ও স্বজনেরা ছুটে যান।তার মৃত্যুতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com