বিনোদন প্রতিবেদক : অনুমতি পেলেও চলচ্চিত্রের শুটিংয়ে ফেরেননি চলচ্চিত্র সংশ্লিষ্টরা। কার্যত শিল্পী কলাকুশলীরা বেকার সময় পার করছেন।
করোনার শুরু থেকে অসচ্ছল শিল্পীদের পাশে ছিল চলচ্চিত্র শিল্পী সমিতি। তারই ধারাবাহিকতায় আজ (২৫ জুন) বিএফডিসিতে সপ্তমবারের মতো শিল্পীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করল সংগঠনটি।
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন। জায়েদ খান বলেন—আমরা করোনার শুরুতে ঘোষণা দিয়েছিলাম, যতদিন করোনাভাইরাস থাকবে ততদিন শিল্পীদের পাশে শিল্পী সমিতি থাকবে। আমাদের কথা অনুয়ায়ী কাজ করে যাচ্ছি। আজ সপ্তমবারের মতো খাদ্যদ্রব্য দিয়ে পাশে থাকার চেষ্টা করেছি। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।
এর আগে নগদ অর্থসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য দিয়ে সহযোগিতা করে শিল্পী সমিতি।