মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টংগিবাড়িতে ছেলে মানিকের (২৯) দায়ের কোপে মা তাসলিমা বেগমের (৪২) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২৬ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে সোনারঙ ইউনিয়নের পুড়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ছেলে মানিককে আটক করেছে।
স্থানীয়দের বরাত দিয়ে টংগিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ জানান, উপজেলার নেত্রাবর্তী গ্রামের দেলোয়ার তালুকদারের ছেলে মানিক তালুকদার তার মা তাসলিমা বেগম ও খালা শামসুন্নাহারের (৬০) সঙ্গে নানা বাড়ি উপজেলার পুড়াপাড়া গ্রামের মৃত শামছুল হকের বাড়িতে বেড়াতে আসে।
তিনি আরও জানান, মানিক মাদক মামলার আসামি এবং নেশাগ্রস্ত ছিল। পরিবারের পক্ষ থেকে একাধিকবার বললেও সে নেশা ছাড়ছিলো না ও কোনও কাজে যোগ দিচ্ছিলো না। এরই জের ধরে বিকাল সাড়ে ৩টার দিকে মায়ের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মানিকের দায়ের কোপে মৃত্যু হয় মা তাসলিমার। এছাড়া তাকে বাঁচাতে গিয়ে আহত হন খালা শামসুন্নাহার। তাসলিমা বেগমের মরদেহ বর্তমানে টংগিবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। আর খালা শামসুন্নাহারকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।