সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে হাওরে মাছ ধরার সময় নৌকা থেকে পড়ে নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবরা (২৬ জুন) সকালে হরিবন হাওরে তল্লাশি করে আব্দুল আউয়ালের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন) রাতে মধ্যনগর থানার চামরদানি ইউনিয়নের আমজোরা গ্রামের ৭ জেলে হাওরে মাছ ধরছিলেন। এসময় বজ্রাঘাতে বাবুল মিয়া নামের একজন ঘটনাস্থলেই মারা যান। ঝড়ো বাতাস, উত্তাল ঢেউয়ে ও বজ্রাঘাতে আব্দুল আউয়াল নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন। নৌকায় থাকা আরও ৫ জেলে আহত হন। তারা বাড়ি ফিরে আসেন।
ইউপি চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না জানান, দুর্যোগপূর্ণ আবহওয়ার মধ্যে শুক্রবার সকালে হাওরে অভিযান চালিয়ে নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে।মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, সকালে নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে।