অর্থনৈতিক প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র (জিটিইউসি)। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় সংগঠনটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শাসক গোষ্ঠী নয়া উদারনৈতিক নীতি চালিয়ে দেশের রাষ্ট্রায়ত্ব শিল্প খাতকে বহু আগেই জীবন্মৃত করে ফেলেছে। এখন কবরস্থ করতে উদ্যত হয়েছে। রাষ্ট্রায়ত্ব পাটকলসমূহ লাভজনক করতে কানো ধরণের পদক্ষেপ না নিয়ে বরং লোকসানের দোহাই দিয়ে বন্ধের আয়োজনের বিরুদ্ধে জীবন মরণ লড়াইয়ের অঙ্গীকার করেছে গার্মেন্ট টিইউসি।
সভাপতি শ্রমিকনেতা মন্টু ঘোষ এবং সাধারণ সম্পাদক শ্রমিকনেতা জলি তালুকদার বলেন, রাষ্ট্রীয় সম্পদের অপচয়রোধ না করে যারা শিল্প বন্ধ করে তারা গণশত্রু।