জ্যেষ্ঠ প্রতিবেদক : বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা।
সোমবার (২৯ জুন) ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, আজ সোমবার দুপুর সোয়া ১২টা পর্যন্ত মোট ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের সহকারী পরিচালক সালেহউদ্দিন জানান, যেখানে লঞ্চটি ডুবেছে সেখানে ৫০ ফুট গভীরতা রয়েছে। লঞ্চটি উদ্ধারে নারায়ণগঞ্জ থেকে রওনা দিয়েছে বিআইডব্লিউটিএর একটি উদ্ধারকারী জাহাজ।
এদিকে, লঞ্চ ডুবে যাওয়ার খবরে নদীর দুই পাড়ে উৎসুক জনতা ভিড় করেছে। ভিড় করছেন ডুবে যাওয়া যাত্রীদের স্বজনরা।
আজ সকাল ১০টার দিকে ময়ূর-২ নামে যাত্রীবাহী একটি লঞ্চের সঙ্গে ধাক্কায় মর্নিং বার্ড নামে লঞ্চটি অর্ধশতাধিক যাতী নিয়ে ডুবে যায়।