রোববার তার এপিএস মোহাম্মদ রাশেদুজ্জামান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০১৮-১৯ অর্থবছরে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৬ দশমিক ৪২ বিলিয়ন মার্কিন ডলার। এ বছর করোনা পরিস্থিতির পরও প্রবাসীদের কাছ থেকে রেকর্ড সংখ্যক বৈদেশিক মুদ্রা আসাটা বাংলাদেশের অর্থনীতির জন্য বিরাট সুখবর।
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রবাসী কর্মীরা তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন বলে অভিমত ব্যক্ত করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। তাদের আয় দেশে বৈধভাবে পাঠানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। প্রবাসী কর্মীদের সর্বাত্মক কল্যাণে শেখ হাসিনার সরকার সবসময় তাদের পাশে থাকবে বলে তিনি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।