শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৪:৩৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

বাংলাদেশকে ১০টি রেল ইঞ্জিন দেবে ভারত

  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ২০৩ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: উপহার হিসেবে বাংলাদেশকে ১০টি রেল ইঞ্জিন (লোকোমোটিভ) দিচ্ছে ভারত। আগামীকাল সোমবার (২৭ জুলাই) ইঞ্জিনগুলো গ্রহণ করবে বাংলাদেশ।

রেলওয়ে মন্ত্রণালয়ের জ‌্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শরিফুল আলম বলেন, ‘দর্শনা-গেদে সীমান্ত দিয়ে এই ১০টি ব্রডগেজ লকোমোটিভ বাংলাদেশের কাছে হস্তান্তর করবে ভারত। এ উপলক্ষে আগামীকাল সোমবার দুপুর আড়াইটায় রেল ভবনের যমুনা সম্মেলন কক্ষে ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং ভারতের রেলমন্ত্রী পীযূষ গোয়েল হস্তান্তর প্রক্রিয়ায় অংশ নেবেন।

এ আয়োজনে সীমান্তের দুই পাশে স্থানীয় রেলওয়ে স্টেশনগুলোতে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কার্যক্রমের সঙ্গে জড়িত কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশ রেলওয়ের ৭২ শতাংশ লোকোমোটিভের উপযোগ ইতোমধ্যে শেষ হয়েছে। এ সংকট কাটাতে প্রথমবারের মতো গত বছর ভারত থেকে ইঞ্জিন ভাড়া নেওয়ার উদ্যোগ নিয়েছিল সরকার।

ভারতীয় রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল, ভারতীয় রেল কর্তৃপক্ষ বাংলাদেশকে যে ৩ হাজার ৩০০ এইচপি ডব্লিউডিএম৩ডি লোকোমোটিভ দেবে, তা ২৮ বছর বা তারও বেশি সময় টিকবে। এগুলো প্রতি ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে চলবে। এতে যাত্রীর পাশাপাশি মালামাল বহন করা যাবে।

গত বছরের মে মাস পর্যন্ত বাংলাদেশ রেলওয়েতে ১৭৮টি মিটার গেজ (এমজি) লোকোমোটিভ ছিল, যার মধ্যে ১৩৯টি ২০ বছরের কর্মক্ষমতা অতিক্রম করেছে। ৯০টি বিজি লোকোমোটিভের মধ্যে ৫৫টির উপযোগও শেষ হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com