শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৪:৫৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

শেষ বেলায় জয়ের সুবাস পাচ্ছে ইংল্যান্ড

  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ২৩৩ বার পঠিত

অনলাইন ডেস্ক: তৃতীয় টেস্টে জয়ের সুবাস পেতে শুরু করেছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৯ রানের বড় টার্গেট ছুড়ে দিয়েছে। সেই টার্গেটে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ১০ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে। জিততে ইংল্যান্ডের প্রয়োজন ৮টি উইকেট। ওয়েস্ট ইন্ডিজের সামনে রান পাহাড়।

স্বাগতিকদের করা ৩৬৯ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে করতে পারে মাত্র ১৯৭ রান। ১৭২ রানের লিড নিয়ে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। ২ উইকেট হারিয়ে ২২৬ রান তুলে ইনিংস ঘোষণা করে। তাতে ক্যারিবিয়ানদের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৯৯ রানের।

দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ইংল্যান্ডের ররি বার্নস ৯০ রান করেন। অপরাজিত ৬৮ রান করেন অধিনায়ক জো রুট। আর ডম সিবলির ব্যাট থেকে আসে ৫৬ রান। একটি উইকেট নেন জ্যাসন হোল্ডার এবং অপর উইকেটটি নেন রোস্টন চেজ।

৩৯৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শূন্য রানেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ডাক মেরে ফিরে যান জন ক্যাম্পবেল। ৬ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায়। ফিরে যান নাইটওয়াচম্যান কেমার রোচ। ৪টি রান আসে তার ব্যাট থেকে। এরপর ক্রেইগ ব্রেথওয়েট (২) ও শেই হোপ (৪) মিলে দিন শেষ করেন। দুটি উইকেটই নেন স্টুয়ার্ড ব্রড।

তিন ম্যাচ টেস্ট সিরিজে বর্তমানে ১-১ এ সমতা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com