মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের ইমামবাজারে সিএনজি চালিত অটোরিকশা চালকদের দুই গ্রুপের সংঘর্ষে চালক মো. ফজলু মিয়া (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাত জন। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ইমামবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সিএনজি চালকদের কমিটি ও সড়কে গাড়ি চলাচলের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে সাত জন আহত হয়। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অটোরিকশা চালক মো. ফজলু মিয়াকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার সদর মডেল থানার ওসি আলমগীর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় পুলিশ বর্তমান ইউপি সদস্য ছালিক মিয়া ও ইলিয়াছ মিয়াকে আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।