জ্যেষ্ঠ প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সিনহা নিহতের ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় তদন্ত কমিটির সদস্যরা কাজ শুরু করেছেন। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই তারা তদন্ত রিপোর্ট জমা দেবেন। তদন্ত কমিটির প্রতিবেদনের পরই এ মামলা জট খুলে যাবে। এ ঘটনায় জড়িত কেউই ছাড় পাবে না। প্রতিবেদন অনুযায়ী, যাদের অপরাধ প্রমাণিত হবে তাদের আইন অনুযায়ী সাজা হবে। সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ।
তিনি বলেন, যারা দোষী তাদের বিচারের মুখোমুখি করা হবে।
শুক্রবার (৭ আগস্ট) সকালে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
আসাদুজ্জামান খান কামাল বলেন, যারা জড়িত প্রাথমিকভাবে তাদের আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এরই অংশ হিসেবে ঘটনার দিন চেকপোষ্টে দায়িত্বরত পুলিশ সদস্য, টেকনাফ থানার সাবেক ওসিসহ ৯ জনের মধ্যে ৭ জন আদালতে আত্মসমর্পণ করেছেন। তাদের জিজ্ঞাসাবাদে ঘটনার প্রকৃত কারণ বেরিয়ে আসবে।
প্রসঙ্গত, টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর পুলিশ তল্লাশি চৌকিতে ৩১ জুলাই রাতে পুলিশের গুলিতে নিহত হন সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। এ ঘটনার বুধবার কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন সিনহার বড় বোন শারমিন।