নিজস্ব প্রতিবেদক: ২০২০-২১ কার্যকালের জন্য ৩৪ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন।
শুক্রবার (৭ আগস্ট) জুম প্ল্যাটফর্মে বাঁধনের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান।
বাঁধনের বিদায়ী কমিটির সভাপতি সনজিত কুমারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. জোনাহিদ চকদার। আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ রাজু দাস। বক্তব্য রাখেন বাঁধন কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা ইশতিয়াক উদ্দিন আহমেদ ও বাঁধন ফাউন্ডেশনের চেয়ারম্যান রকিব আহমেদ।
নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মশিউর রহমান সূর্য এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাহিদুল ইসলাম। নতুন কমিটির অন্যরা হলেন—কোষাধ্যক্ষ মো. রাশিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. নাইমুল হাসান, প্রথম সহ-সভাপতি রাজুয়ার হোসাইন ও প্রথম সহ-সাধারণ সম্পাদক উসমান মিয়া, সহ-সভাপতি স্মৃতি আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক অর্নব পাল, দপ্তর সম্পাদক সজীব কুমার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সমীর হোসেন এবং তথ্য ও শিক্ষা সম্পাদক দীপ্তি পোদ্দার।
অনুষ্ঠানে জানানো হয়, ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে বাঁধন। সংগঠনটি ২০১৯ সালে ৭৪ হাজার ৮৪৬ ব্যাগ রক্ত সংগ্রহ করেছে। ২০১৮ সালে সংগ্রহ করেছিল ৬৮ হাজার ১২১ ব্যাগ। এসব রক্ত বিনামূল্যে রোগীদের সরবরাহ করেছে সংগঠনটি। পাশাপাশি প্রায় ১ লাখ ৯৯ হাজার ৯৭৪ জন মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করেছে বাঁধন।
করোনা মহামারি পরিস্থিতিতে বাঁধন দেশের ৩৬টি জেলায় ত্রাণ পৌঁছে দিয়েছে। দেশের প্রথম স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে প্লাজমা সংগ্রহে নেতৃত্ব দিচ্ছে বাঁধন।