নিউজ ডেস্ক: খ্যাতিমান চিত্রশিল্পী মুর্তজা বশীর (৮৮) করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শিল্পীর পারিবারিক বন্ধু আলোকচিত্রী মোহাম্মদ আসাদ মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের মেডিক্যাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এমআইসিইউ) ভর্তি করা হয় মুর্তজা বশীরকে। হাসপাতাল সূত্রে জানা যায়, মুর্তজা বশীরের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। এ ছাড়া তিনি দীর্ঘদিন হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতায় ভুগছিলেন।
বহু ভাষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহর ছেলে মুর্তজা বশীর ১৯৩২ সালের ১৭ অগাস্ট ঢাকার রমনায় জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ছিলেন তিনি। মুর্তজা বশীর একাধারে চিত্রশিল্পী, ভাষাসংগ্রামী, গবেষক ও ঔপন্যাসিক। মহান ভাষা আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন।