খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় সন্ত্রাসী হামলায় তিন ছাত্রদল নেতা আহত হয়েছেন।
মানিকছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান জানান তিনি, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন ও ১নং মানিকছড়ি ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম সুমনের ওপর শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মহামুনি এলাকায় অতর্কিত হামলা করে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা। তারা তিন জনকেই পিটিয়ে আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসা করিয়েছে।
মানিকছড়ি উপজেলা যুবলীগ সভাপতি সেমায়ুন ফরাজী যুবলীগ বা ছাত্রলীগের নেতাকর্মীদের ছাত্রদল নেতাদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেন।
মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ বলেন, মারামারির একটি ঘটনা শুনেছেন। তবে এ বিষয়ে কেউ কোনও অভিযোগ করেনি।