নিজস্ব প্রতিবেদকঃ ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে লাকসাম উপজেলা ও পৌরসভা এলাকায় বিজয় র্যালী, মিলাদ মাহফিল, দোয়ার আয়োজন করা হয়। এ সময় বিজয় র্যালী শেষে মনোহরগন্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আলোচনা সভার আয়োজন করা হয়।
মহান বিজয় দিবসের বিজয় র্যালীতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক, লাকসাম উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আবুল কালাম ।
এ সময় তিনি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদ মুক্তিযোদ্ধা ও জুলাই ২৪ ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশ ও ছাত্র লীগের গুলিতে নিহত শহীদদের রূহের মাগফেরাত কামনা করেন। তিনি আরো বলেন, স্বাধীনতার ডাকে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে ১৬ ই ডিসেম্বর আমাদের বিজয় অর্জিত হয়েছে। আমরা পেয়েছি মহান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও লাল সবুজের পতাকা আর একটি মানচিত্র। তিনি নির্ভীক বীর শহীদদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিনম্র শ্রদ্ধা জানান ।
মহান বিজয় দিবসের আলোচনা সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।