নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: রাজধানীর তেজগাঁও এবং শেরেবাংলা নগর থানা এলাকায় পৃথক অভিযানে ছিনতাইকারী চক্রের ১০ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (২৯ মে) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত র্যাব-২-এর পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান জানান, কয়েকজন দুষ্কৃতকারী ঢাকার তেজগাঁও এবং শেরেবাংলা নগর থানায় ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছে-এমন সংবাদ পেয়ে র্যাব-২-এর একাধিক টিম টহলে নামে। কারওয়ান বাজারের প্রজাপতি গুহা আন্ডারপাস সংলগ্ন, আনন্দ সিনেমা হল, শিশু মেলা ও আগারগাঁওগামী সড়কে অভিযান চালায় এসব টহল টিম। র্যাবের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা দৌড়ে পালানোর চেষ্টাকালে মো. বিল্লাল (২৮), মনির হোসেন (২১), সাইফুল ইসলাম ওরফে রমজান (২৩), মো. স্বপন (২৮), রানা আকন্দ (২৩), মো. সুমন (২২), রিচার্ড ফলিয়া সাগর (২৮), মো. কবীর (১৯), মো. রুবেল (১৯), ঝুম্মাদ (১৯) নামে ১০ জনকে আটক করা হয়।
আটকদের জিজ্ঞাসাবাদের উদ্ধৃতি দিয়ে মিজানুর রহমান আরও জানান, তারা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে বিভিন্ন শপিংমলে আগত ক্রেতাদের মূল্যবান দ্রব্যসামগ্রী ছিনতাই করার উদ্দেশ্য বিভিন্ন শপিং মলের আশপাশে অবস্থান নেন। বেশ কয়েকটি ছিনতাই কার্যক্রমে সফলও হয়েছেন তারা। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।