সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

উত্তরা জুড়ে  বিএনপি নেতা আফাজ উদ্দিনের নেতৃত্বে ইফতার বিতরণ

  • আপডেট টাইম : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৪ বার পঠিত

হাফসা (উত্তরা)ঃ ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম-আহ্বায়ক আফাজ উদ্দিনের নেতৃত্বে পবিত্র মাহে রমজানের পুরো মাস ব্যাপি পথচারী রোজাদার ও নিম্ন আয়ের সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
এ সময় আফাজ উদ্দিন বলেন, বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে
রহমত,বরকত, ও মাগফিরাত মাস মাহে রমজান মাস জুড়ে গরীব অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি শুরু করেছেন তারা। তাদের এই কর্মসুচি এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে।
বিএনপি নেতা আফাজ উদ্দিনের এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। সে সাথে ইফতার নিতে আসা রোজাদাদের মুখে আনন্দের ছাপ দেখা যায়।
এ সময় তারা বলেন,রোজা রেখে ও সারাদিন কাজ করে তারা। কাজ শেষ করে বাসায় যেতে যেতে ইফতারের সময় হয়ে যায়। প্রতিদিন ১০০/১২০ টাকা দিয়ে ইফতার কিনে ও খেতে পারে না। আয় অনুযায়ী
সেই সক্ষমতা ও তাদের নেই।
এ সময় তারা আরো বলেন,বিএনপি নেতা
আফাজ ভাইয়ের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি অব্যাহত থাকায় মাহে রমজানে তারা সময় মতো ইফতার খেতে পারছে।

মানবিক নেতা আফাজ উদ্দিন বলেন, মহতী এ কাজে উত্তরা জুড়ে তাদের ৭টি টিম কাজ করেছে। সেখানে প্রায় দুই শতাধিক নেতা কর্মী পুরো মাস কাজ করার প্রত্যয় নিয়ে এ পর্যন্ত বিভিন্ন স্পটে কাজ করে আসছে।

তাদের টিমের কর্মসূচির স্থান গুলো হলো
টিম-১ কাজ করছে উত্তরা ময়লার মোড়। সেখানকার দায়িত্বে রয়েছে, মাসুদ সরকার,আনোয়ার হোসেন,রিয়াদ সরকার হীরা-স্বেচ্ছাসেবক দল,এইচ এম রুবেল-ছাত্রদল,মহসীন হাওলাদার,জাকির হোসেন (সুজন),মো: রফিকুল ইসলাম,মো: জসীম,ইকবাল হোসেন মুন্না,তানভির হোসেন কাজল,মো: নূর ইসলাম,মো: আলমগীর,মো: পলাশ,মোঃ আশরাফুল,মোঃ বাদশা,মো: শাকিল,মো: রাহুল ও মহসীন মিয়া।

টিম-২ কাজ করছে লুবানা হাসপাতালের সামনে। সেখানে রয়েছে রোকন উদ্দিন,নূর আলম সোহাগ,পারভিন আক্তার,তাহমিনা এলিছা।

টিম- ৩ কাজ করে আসছে উত্তরা ১১ নাম্বার কল্যাণ সমিতির সামনে মেইন রোড।সেখানে রয়েছে মো: আলী,আলমগীর হোসেন শিশির,আনোয়ার ঢালী,হান্নান,জহিরুল,আমিন হোসেন,জিয়াউল

টিম- ৪, কাজ করে উত্তরা ৩ নং সেক্টর ফ্রেন্ডস ক্লাব মাঠে। সেখানে কাজ করেছে, মোহাম্মদ রাকিবুল ইসলাম রাতুল,মোহাম্মদ তাফছীরুল ইসলাম সানি,বাইতুল আহমেদ বাশার,ইফতেখার শোয়েব,ফজলে নুর রাফি,ফয়সাল আহমেদ,শফিকুল ইসলাম সজীব, মারুফ হোসাইন,রবিউল মাহমুদ,জুবায়ের আহমেদ শাওয়ন,জিসান তালুকদার,খান সবুজ, ওয়াকিল হাসান

টিম- ৫ এ চলমান ইফতার বিতরণ কর্মসূচি উত্তরা ১২/১৩ মোড়। সেখানে উত্তরা পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রার্থী আব্দুস সালামের নেতৃত্বে কাজ করেন, মো: হান্নান মিয়া,আলফাজ উদ্দিন,বাদল হাওলাদার,জাকির হোসেন তালুকদার,আনোয়ার হোসেন,মোঃ জসিম,দেলোয়ার হোসেন,রাজু তালুকদার,শরিফ তফেদার,আল মামুন ও পারভিন আক্তার

টিম-৬: কাজ করেছে মুগ্ধ মঞ্চ এলাকায়। তারা হলো: মোঃ সোলাঈমান হাসান,আনোয়ার হোসেন অনিক,ইউসুফ আলী জাফরান,আনোয়ার প্রদান,মীর হোসাইন মুসা,আমিন হোসেন,মোঃ সুমন,মোহাম্মদ রশিদ,মোঃ আল আমিন,আরিফ তুহিন,আব্দুল আজিজ ও নজরুল ইসলাম

টিম-৭ কাজ করেছে বাংলাদেশ মেডিকেলের সামনে উত্তরা ৭নং সেক্টর। সেখানে রযেছে এক ঝুাঁক তরুন, তারা হলো
মো: আওলাদ হোসেন,কামাল পাশা,লিটন প্রধান, মো: হৃদয়, কামরুল ইসলাম আলম মোরশেদ,ফরহাদ হোসেন ও মো: সিদ্দিক।

জানা যায়, উত্তরা পশ্চিম থানা ও পশ্চিম থানার অন্তর্গত ১ ও ৫১ নাম্বার ওয়ার্ড বিএনপির উদ্যোগে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়,ঢাকা মহানগর উত্তর বিএনপির জনপ্রিয় পরিশ্রমী আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব পরিচ্ছন্ন, সৎ, বিপ্লবী সাধারণ সম্পাদক হাজী মোস্তফা জামান ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম- আহ্বায়ক আফাজ উদ্দিনের সার্বিক তত্বাবধান ও সার্বক্ষণিক সার্বিক সহযোগিতায় উত্তরার ৭টি স্পটে সাধারণ পথচারী,রিক্সা চালক ও শ্রমজীবী সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় বিএনপি নেতা আফাজ উদ্দিন বলেন, তাদের এই ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম ধারাবাহিক ভাবে ঈদের আগ পর্যন্ত চলমান থাকবে ইনশাআল্লাহ।
তিনি এই মানবিক প্রোগ্রাম বাস্তবায়নের ক্ষেত্রে সকল পর্যায়ের সকল নেতৃবৃন্দকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। সেই সাথে সকলকে এই মহৎ কাজের অংশীদার হতে আহ্বান জানান এবং সকলের কাছে দোয়া চান যেন ঈদের আগেরদিন পর্যন্ত এই কার্যক্রম সু-শৃঙ্খল ভাবে, সততার সাথে পালন করতে পারে । সে সাথে তিনি যেন আল্লাহ রব্বুল আলামীনের সন্তুষ্টি অর্জন করতে পারেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com