নিজস্ব প্রতিবেদক ঃ সিলেট জেলার যুবদলের সহ সাধারণ সম্পাদক আব্দুল আল মামুনের পিতা শফিক মিয়া মৃত্যুতে তারেক রহমানের শোকবার্তা পৌঁছিয়ে দিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক।
শুক্রবার (০৩ অক্টোবর), সিলেট জেলার দক্ষিণ সুরমা থানাধীন লালবাজার এলাকার খালপাড় জামে মসজিদে জুম্মার নামাজের পর জানাজায় তিনি এ শোক বার্তা পৌঁছে দেন।
এসময় এম এ মালিক বলেন, তিনি তারেক রহমানকে শফিক মিয়ার মৃত্যুর খবর জানিয়েছেন এবং তারেক রহমান তার আত্মার মাগফেরাত কামনা করে আপনাদেরকে সালাম দিয়েছে ও দোয়া করতে বলেছে।
এম এ মালিকের সাথে শফিক মিয়ার পরিবার ও তার সাথে গভীর ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করেন। এ সময় তিনি শফিক মিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য,০৩ অক্টোবর রাত ১২.৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় সিলেট নগরীর পপুলার হসপিটালে মৃত্যুবরণ করেন সিলেট জেলার যুবদলের সহ সাধারণ সম্পাদক আব্দুল আল মামুনের পিতা শফিক মিয়া।