শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্কের সব গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা নির্বাচনে বিএনপির জয় নিশ্চিত জেনে কিছু দল পিআর পদ্ধতি চাইছে: আমিনুল হক ডিএনসিসির আইনবহির্ভূত হোল্ডিং ট্যাক্সের বিরুদ্ধে  সেক্টর বাসিরা  বিএনপির নির্যাতিত কর্মী  সালাউদ্দিনের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডার অভিযোগ  নির্বাচন পিছিয়ে দেয়ার ষড়যন্ত্রকারীদের বিচার হবে – আমিনুল হক প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ ২ দিনের সফরে মালয়েশিয়া গেলেন পররাষ্ট্র উপদেষ্টা জাতিসংঘে বাংলাদেশের নেতৃত্বে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত রেজ্যুলেশন গৃহীত গাজীপুরে আসক ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ জনগণের  সরকারই আগামী নির্বাচনে প্রতিষ্ঠিত হবে – আমিনুল হক

রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পাচ্ছেন এনামুল হাসান খান

  • আপডেট টাইম : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ২৮৪ বার পঠিত

 

মাসুদ পারভেজঃ জাতীয় অর্থনীতিতে শিল্পখাতে অবদানের স্বীকৃতি প্রদান, প্রণোদনা সৃষ্টি এবং সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার সংক্রান্ত নির্দেশনাবলী ২০১৩ অনুযায়ী বেসরকারি খাতে শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ৬ ক্যাটাগরিতে ১৯টি শিল্প প্রতিষ্ঠানকে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরষ্কার ২০১৯ প্রদানের জন্য নির্বাচিত করেছে। এর মধ্যে ক্ষুদ্র শিল্পে প্রথম স্থান অধিকার করেছেন প্রমি এগ্রো ফুডস লিমিটেড। এ প্রতিষ্ঠানের কর্ণধার মোঃ এনামুল হাসান খান (শহিদ), সিআইপি।

তিনি একজন সফল উদ্যোক্তা। নানা চড়াই, উৎরাই পেরিয়ে প্রমি এগ্রো ফুডস লিমিটেড দেশ ও বিদেশে ভোক্তাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। জাতীয় অর্থনীতিতে এ প্রতিষ্ঠানের রয়েছে ব্যাপক অবদান। এই শিল্প প্রতিষ্ঠানে কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারি কর্মরত রয়েছেন। বহুমুখি প্রতিভার অধিকারী এনামুল হাসান খান (শহিদ) ব্যবসা বাণিজ্যে অবিস্মরণীয় অবদান রাখায় তিনি পর পর তিনবার সিআইপি মনোনীত হয়েছেন। তিনি একজর শিক্ষানুরাগীও। রাজধানীর উত্তরখান এলাকায় তার শিল্প প্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা গড়ে তুলেছেন। সমাজের অবহেলিত, ভূমিহীন, বাসস্থানহীন, দুঃস্থ মানুষের বন্ধু হিসেবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন এনামুল হাসান খান সিআইপি, সে কারণে এলাকাবাসী তাকে গরীবের বন্ধু, মানবতার ফেরীওয়ালা ‘দানবীর শহিদ’ হিসেবে আখ্যায়িত করেছেন। করোনাকালীন সময়েও বেশ কয়েকবার উত্তরখান এলাকায় হাজার হাজার দুঃস্থ মানুষের পাশে পর্যাপ্ত খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে এসেছে তার প্রতিষ্ঠিত বজলুল হক খান ওয়েলফেয়ার ট্রাস্ট। এ ছাড়াও ঢাকা জেলায় সর্বোচ্চ করদাতা পুরস্কারে ভূষিত হন তিনি। অপরদিকে রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখা এবং ব্যাপক বৈদেশিক মুদ্রা আয় করায় প্রধানমন্ত্রীর কাছ থেকে জাতীয় রপ্তানি ট্রফি (স্বর্ণপদক) লাভ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com