আন্তর্জাতিক ডেস্ক : আট মাস ধরে সরকার গঠনের চেষ্টায় ব্যর্থ হয়ে পদত্যাগ করলেন লেবাননের মনোনীত প্রধানমন্ত্রী সাদ হারিরি। বৃহস্পতিবার বাবদা প্যালেসে দেশটির প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক শেষে পদ ছাড়ার ঘোষণা দেন তিনি। সাংবাদিকদের সামনে হারিরি বলেন, আমি সরকার গঠন থেকে সরে গেছি। আউন কিছু সংশোধনী চেয়েছেন, যা তিনি জরুরি বলে মনে করেন। আর বলেছেন, আমরা একে অপরের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে পারব না… ঈশ্বর এই দেশকে বাঁচান।
তবে প্রেসিডেন্ট আউন অভিযোগ করেছেন, হারিরি তার সঙ্গে বৈঠকের আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, হারিরি বিভিন্ন মন্ত্রণালয়ে পরিবর্তন, বিতরণ এবং তাদের সঙ্গে জড়িত নাম সম্পর্কিত যেকোনো সংশোধনী বাতিল করে দিয়েছেন।
লেবাননের আল জাদীদ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে সাদ হারিরি বলেছেন, তিনি অভিজ্ঞতা এবং অর্থনীতি পুনর্গঠন ক্ষমতার ওপর ভিত্তি করে তার মন্ত্রিসভার সদস্যদের নির্বাচিত করেছিলেন, যেটা আউন করেননি।
তিনি বলেন, আমি ২০১৯ সালে পদত্যাগ করেছিলাম, কারণ আমি অভিজ্ঞদের সরকার চাইতাম। আমরা যদি মিশেল আউনের সরকার গড়ি তাহলে দেশ বাঁচানো যাবে না।
এ নেতার কথায়, লেবাননের মূল সমস্যা হচ্ছেন মিশেল আউন, যিনি হিজবুল্লাহর সঙ্গে জোটবদ্ধ এবং যারা ঘুরেফিরে তাকে রক্ষা করে।
হারিরির এমন অভিযোগের বিষয়ে লেবানিজ প্রেসিডেন্টের কার্যালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
সূত্র: আল জাজিরা