ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বড় জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং লিমিটেড। নতুন অধিনায়কের নেতৃত্বে খেলতে নেমে উত্তর বারিধারাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে সাদাকালো ক্লাবটি।
আজ শনিবার (১৭ জুলাই) বঙ্গবন্ধু স্টেডিয়ামে মোহামেডানকে নেতৃত্ব দেন সুলেমান দিয়াবাতে। নিয়মিত অধিনায়ক উরু নাগাতা জাপান চলে যাওয়ায় নেতৃত্বে আসে পরিবর্তন।
বারিধারাকে হারানোর পর ১৮ ম্যাচ শেষে ৩২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানেই আছে মোহামেডান। আর এক ম্যাচ কম খেলে ১৫ পয়েন্ট নিয়ে বারিধারার অবস্থান নবম স্থানে।
১৯ মিনিটে মোহামেডানের হয়ে প্রথম গোল করেন আমির হাকিম বাপ্পি। ২৪ মিনিটে সমতা আনেন বারিধারার অধিনায়ক সুমন রেজা। এরপর শুদু মোহামেডানের এগিয়ে যাওয়ার গল্প। ৩৭ মিনিটে হেড থেকে গোল দেন অধিনায়ক সুলেমান নিজেই। প্রথমার্ধের শেষ মূহুর্তে বারিধারার জালে আবার বল জড়ান মোহামেডানের অনিক হোসেন।
৩-১ গোলের সমীকরণ নিয়ে বিরতিতে যায় দুই দল। বিরতির পর গোল শোধে মরিয়া বারিধারা পেনাল্টি থেকেও গোল দিতে পারেনি। ৭৩ মিনিটে বারিধারার ডিফেন্ডার ফজিলভ পেনাল্টি থেকে গোল দিতে ব্যর্থ হন। এর ৮ মিনিট না যেতেই হালি পূর্ণ করে মোহামেডান। এবার গোল দেন ইয়াসান আওয়াচিং। শেষ পর্যন্ত ৪-১ গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।