বিনোদন ডেস্ক : ঈদে দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে কয়েকদিন ধরে থাকে বিশেষ আয়োজন। এর মধ্যে নাটক-টেলিছবি নিয়েই দর্শকদের সবচেয়ে বেশি আগ্রহ দেখা যায়। ঈদের দ্বিতীয় দিন কোন চ্যানেলে কী নাটক-টেলিছবি থাকছে তা জেনে নিন।
‘প্রেম নাকি মোহ’: নাগরিক টিভিতে রাত ৯টায় রয়েছে ঈদের বিশেষ নাটক ‘প্রেম নাকি মোহ’। অভিনয়ে মিথিলা, মম, ইয়াশ রোহান।
‘রঙিলা ফানুস’: চ্যানেল আইতে রাত ৭টা ৪০ মিনিটে জান্নাতুল ফেরদৌস লাবন্য রচনায় ও শিহাব শাহিনের পরিচালনায় ‘রঙিলা ফানুস’। অভিনয়ে অপূর্ব, সাবিলা নুর প্রমুখ।
‘ম্যাডম্যান’: দেশ টিভিতে রাত ৭টা ৪৫ মিনিটে থাকছে মাবরুর রশীদ বান্নাহ রচনা ও পরিচালনায় নাটক ‘ম্যাডম্যান’। অভিনয়ে মুশফিক ফারহান, কেয়া পায়েল।
‘ভালোবাসার খোঁজে’: একুশে টিভিতে রাত ৮টায় প্রচার হবে বিশেষ নাটক ‘ভালোবাসার খোঁজে’। অভিনয়ে সজল, সারিকা।
‘মোমের পুতুল’: একুশে টিভিতে রাত ১০টায় থাকছে ঈদের বিশেষ একক নাটক ‘মোমের পুতুল’। অভিনয়ে শহিদুজ্জামান সেলিম, শামীম হাসান সরকার, সাবেরী আলম।
‘পরগাছা’: চ্যানেল আইতে রাত ০৯টা ৩৫ মিনিটে থাকছে নাটক ‘পরগাছা’। বৃন্দাবন দাসের রচনায় ও সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় এতে অভিনয়ে চঞ্চল চৌধুরী, অথই, বৃন্দাবন দাস, শাহনাজ খুশি।
‘মি. এন্ড মিসেস চাপাবাজ আনলিমিটেড’: চ্যানেল আইতে বিকেল ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিছবি ‘মি. এন্ড মিসেস চাপাবাজ আনলিমিটেড’। রচনা. রাজিব আহমেদ ও পরিচালনায় রুবেল হাসান। অভিনয়ে অপূর্ব, মেহজাবিন চৌধুরী প্রমুখ।
‘আলিবাবা ও চালিচার’: দীপ্ত টিভিতে বিকাল ৪টায় অনিমেষ আইচের পরিচালনায় টেলিছবি ‘আলিবাবা ও চালিচার’। অভিনয়ে নূর ইমরান মিঠু, ভাবনা, সোহেল।
‘মন বাড়িয়ে ছুঁই’: দীপ্ত টিভিতে সন্ধ্যা ৭টায় সাজ্জাদ সুমনের পরিচালনায় নাটক ‘মন বাড়িয়ে ছুঁই’। অভিনয়ে সাঈদ জামান শাওন, টয়া, মাসুম বাশার, মিলি বাশার।
‘আমাদের বিয়ে’: দীপ্ত টিভিতে রাত ৮টায় মাবরুর রশীদ বান্নার পরিচালনায় নাটক ‘আমাদের বিয়ে’। অভিনয়ে তৌসিফ, তাসনিয়া ফারিন।
‘ব্ল্যাক বেঙ্গল দ্যা সেলফি হিরো’: দীপ্ত টিভিতে রাত ১২টা ১০মিনিটে মিলন ভট্টাচার্জের পরিচালনায় নাটক ‘ব্ল্যাক বেঙ্গল দ্যা সেলফি হিরো’। অভিনয়ে জাহিদ হাসান, প্রান রায়, এনামুল হক, টয়া।
‘হানিমুন’: রাত ৭টা ৩০ মিনিটে প্রচার হরে ‘হানিমুন’। রচনায় আইজা আলিজা ও পরিচালনায় আহমেদ আজিম টিটু। অভিনয়ে শাওন, নাদিয়া মীম।
‘দেন মোহর’: বৈশাখী টিভিতে প্রচার হবে সালাউদ্দিন লাভলু, মৌসুমী হামিদ অভিনীত ‘দেন মোহর’। গল্প টিপু আলম মিলন, চিত্রনাট্য মনিরুজ্জামান মনি, পরিচালনা অনন্য ইমন এবং মিলন ভট্ট’র রচনা ও পরিচালনায় ‘নয়ন তারা স্টোর’। অভিনয়ে: অহনা, রাশেদ সীমান্ত, নরেশ ভূঁইয়া প্রমুখ।