শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৬:৪৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ালো ফিলিপাইন

  • আপডেট টাইম : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ১৬০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার ফিলিপাইন বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়িয়েছে। যা ৩১ আগস্ট পর্যন্ত বহাল থাকবে।
দেশগুলো হলো— বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড।

মূলত করোনাভাইরাসের ডেল্ট ভেরিয়েন্টের সংক্রমণ রুখতেই নতুন করে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি।

ডেল্টা ভেরিয়েন্ট থেকে নিরাপদে থাকতে গেল ২৯ এপ্রিল ভারতের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে ফিলিপাইন। এরপর এই তালিকায় যুক্ত হয় বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওমান ও আরব আমিরাত। গেল ১৬ জুলাই নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হয় ইন্দোনেশিয়া। আর ২৫ জুলাই যুক্ত হয় মালয়েশিয়া ও থাইল্যান্ড।

উপরিউক্ত দেশগুলোর ওপর আরোপিত এই নিষেধাজ্ঞা আগামী রোববার অর্থাৎ ১৫ আগস্ট উঠে যাওয়ার কথা ছিল। কিন্তু সেটি বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত নেওয়া হয়েছে। ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে এই নিষেধাজ্ঞার (১৬-৩১ আগস্ট) অনুমোদন দিয়েছেন।

শুক্রবার ফিলিপাইনে নতুন করে ১৩ হাজার ১৭৭ জন করোনা আক্রান্ত হয়েছে। যা দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হওয়ার ঘটনা। গেল ২৪ ঘণ্টায় মারা গেছে ২৯৯ জন। গেল ১০ এপ্রিল দেশটিতে একদিনে সর্বোচ্চ ১৫ হাজার ৩১০ জন আক্রান্ত হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com