বগুড়া প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে বিদ্যুৎস্পর্শে হয়ে রবিউল ইসলাম (৪৫) নামের এক কৃষক মারা গেছেন। রবিবার সকাল ৭টার দিকে উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নে নিজ জমিতে বৈদ্যুতিক তারে জড়িয়ে গিয়ে তিনি মারা যান। রবিউল উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের আলীগ্রাম দক্ষিণপাড়া গ্রামের ভোলার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিউলের জমির পাশের মান্দারগাড়ি নামে একটি পুকুরে মাছ ধরার জন্য পানি সেচ দেওয়ার কাজ চলছিল। এই পানি শুকানোর জন্য বৈদ্যুতিক সংযোগ দিয়ে মটোর বসানো হয়। সেই বৈদ্যুতিক লাইনের তার রবিউলের জমির ওপর দিয়ে টানা হয়েছিল।
রবিবার সকালে সেই জমিতে নিড়ানির কাজ করতে যান রবিউল। নিড়ানি দেওয়ার একপর্যায়ে অসাবধানতাবশত তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন রবিউল। পরে আশপাশের জমিতে থাকা অন্য কৃষকরা বিদ্যুৎস্পর্শে হওয়ার বিষয়টি বুঝতে মোটরের লাইন বন্ধ করতে যান। কিন্তু ততক্ষণে রবিউল মারা যান। পরে স্থানীয়রা রবিউলের লাশ উদ্ধার করেন এবং পুলিশে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে শিবগঞ্জ থানার এসআই জিল্লুর রহমান উপস্থিত হন। তিনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিজের জমির ওপর বিদ্যুতের তারে জড়িয়ে রবিউল মারা গেছেন। জমির ওপর এভাবে বিদ্যুতের তার কেন টানা হলো বিষয়টি খতিয়ে দেখা হবে।