মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
টেস্টের নেতৃত্ব ছাড়লেন ব্র্যাথওয়েট, টি-টোয়েন্টির দায়িত্বে হোপ ঈদের রাতে শাকিব খানকে নিয়ে অপুর স্ট্যাটাস মালয়েশিয়ায় গ্যাস পাইপলাইনে লিক থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : খালেদা জিয়া ঈদুল ফিতরে ড. ইউনূসকে মোদির বার্তা জাতীয় ঈদগাহে নামাজ পড়েন প্রধান উপদেষ্টা, বিকালে শুভেচ্ছা বিনিময় জাতীয় মসজিদে ঈদের জামাতে মুসল্লিদের ঢল চব্বিশের শহিদ ও আহত পরিবারকে ঈদ উপহার দিলেন বিএনপি নেতা আমিনুল হক ঠাকুরগাঁওয়ে শ্বশুর বাড়িতে গিয়ে শ্যালকের মেয়েকে ধর্ষণের অভিযোগে ফুপা গ্রেফতার । ঠাকুরগাঁওয়ে এসএসসি-২০০০ কিংবদন্তী বন্ধুবৃত্ত’র ঈদ উপহার চাল বিতরণ ।

অবসরের জিকির ও দোয়া

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ১৯৯ বার পঠিত

ধর্ম ডেস্ক : কাজের ফাঁকে কিংবা অবসরে মানুষ কত কাজই না করে থাকে। কেউ গান শুনে, কেউ নাটক, সিনেমা কিংবা টিকটক জাতীয় মুভি দেখে সময় অতিবাহিত করে। কিন্তু এই অবসর সময় কিংবা কাজের ফাঁকে ছোট ছোট অনেক জিকির আছে; যা পড়েও মানুষ প্রশান্তি পেতে পারে। আর এসব জিকির ও দোয়ার ফজিলত মর্যাদা এবং সাওয়াবও অনেক বেশি।

তাই অবসর কিংবা কাজের ফাঁকে ছোট ছোট এ জিকির ও দোয়াগুলো পড়া যেতে পারে। তাহলো-
১. سُبْحَانَ الله : সুবহানাল্লাহ।
২. اَلْحَمْدُ لله : আলহামদুলিল্লাহ।
৩. لَا اِلَهَ اِلَّا الله : লা ইলাহা ইল্লাল্লাহ।
৪. اَللهُ اَكْبَر : আল্লাহু আকবার।
৫. لَاحَوْلَ وَ لَا قُوَّةَ اِلَّا بِالله : লা হাওলা ওয়া লা কুয়্যাতা ইল্লা বিল্লাহ।
৬. لَا اِلَهَ اِلَّا اَنْتَ سُبْحَانَكَ اِنِّى كُنْتُ مِنَ الظَّالِمِيْن : লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি কুংতু মিনাজ জ্বালিমিন।
৭. سُبْحَانَ اللهِ وَ بِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيْم : সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম।
৮. اَسْتَغْفِرُالله : আসতাগফিরুল্লাহ।
৯. اَللهُمَّ اِنِّىْ اَسْئَلُكَ العَافِيَة : আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়া।
১০. رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانىِ صَغِيْرًا : রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা।
১১. اَللهُمَّ اَجِرْنِى مِنَ النَّار : আল্লাহুম্মা আঝিরনি মিনান্নার।
১২. اَللهُمَّ اِنِّىْ اَسْئَلُكَ الْهُدَى وَ التُّقَى وَ الْعَفَافَ وَ الْغِنَى : আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত-তুক্বা ওয়াল আফাফা ওয়াল গিনা।
১৩. رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَ اَنْتَ اَرْحَمُ الرًّاحِمِيْن : রাব্বিগফির ওয়ারহাম ওয়া আংতা আরহামুর রাহিমিন।
কুরআন সুন্নাহর বর্ণনায় এসব জিকির ও দোয়ায় দুনিয়া ও পরকালে চমৎকার সব ফজিলত এবং উপকারিতা রয়েছে।

সুতরাং মুমিন মুসলমানের উচিত, কাজের ফাঁকে কিংবা অবসরে প্রশান্তি ও আল্লাহর সাহায্য পেতে ছোট ছোট জিকির ও দোয়াগুলো বেশি বেশি পড়া।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ছোট ছোট জিকির ও দোয়াগুলো বেশি বেশি পড়ার তাওফিক দান করুন। অবসর সময়কে কাজে লাগানোর তাওফিক দান করুন। আমিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com