সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ০৫:৩৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

জেনেভা যাচ্ছেন অর্থমন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ১৭৩ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : এলডিসি বিষয়ে জাতিসংঘের পঞ্চম সম্মেলনের প্রস্তুতির জন্য উচ্চ পর্যায়ের এশিয়া-প্যাসিফিক অঞ্চল পর্যালোচনা সভায় যোগ দিতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল শনিবার (২৮ আগস্ট) জেনেভার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

আগামী ৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় এ সভা অনুষ্ঠিত হবে। অর্থমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে তার পিএস ড. মো. ফেরদৌস আলম এবং জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম সভায় অংশ নেবেন। শুক্রবার অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জেনেভায় অনুষ্ঠেয় সভায় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১২টি স্বল্পোন্নত দেশের (এলডিসি) একটি সভা অনুষ্ঠিত হওয়ার বিষয়ে আলোচনা হবে। এছাড়া অন্যান্য আন্তর্জাতিক কমিউনিটি সম্মিলিতভাবে তাদের উন্নয়ন লক্ষ্যগুলি মূল্যায়ন করবে এই সভায়। একই সঙ্গে কোভিড-১৯ এর পরবর্তী সময় কীভাবে উন্নয়নের পথে ফিরতে হবে সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

দোহাতে স্বল্পোন্নত দেশগুলোর ওপর পঞ্চম জাতিসংঘ সম্মেলনের প্রস্তুতির জন্য আগামী ২০২২ সালের ২৩-২৭ জানুয়ারি সম্মিলিত মূল্যায়ন করার জন্য জাতিসংঘ এবং বাংলাদেশ সরকার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক পর্যালোচনা সভা আহ্বান করছে। সভায় আগামী দশকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক উন্নয়নে সমস্যা এবং সর্বনিম্ন টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হবে।

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠেয় ভার্চুয়াল অংশগ্রহণ এবং জাতিসংঘের ওয়েবটিভিতে সম্পূর্ণ লাইভ স্ট্রিমিং করা হবে ৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত।

সভায় বিশ্বের ৪৬টি এলডিসির মধ্যে ১২টি এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো হচ্ছে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, কিরিবাতি, লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক, মিয়ানমার, নেপাল, সলোমন দ্বীপপুঞ্জ, তিমুর-লেস্টে, টুভালু এবং ইয়েমেন। এই দেশগুলো তাদের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অসংখ্য এবং একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়। যদিও তারা কিছু কিছু ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি সাধন করছে। এর মধ্যে রয়েছে দারিদ্র্য হ্রাস এবং অবকাঠামো বিনিয়োগ। প্রকৃতপক্ষে, এই অঞ্চলের অধিকাংশ স্বল্পোন্নত দেশ স্নাতক হওয়ার পথে রয়েছে এবং এই গতি ধরে রাখতে হবে। সভায় এসবি বিষয় নিয়ে আলোচনা ও করণীয় নিয়ে সিদ্ধান্ত হবে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরবেন বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com