ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে ব্র্যাক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন স্থানীয় চন্ডীপাশা এলাকায় একটি ভবনে ফিতা কেটে কেন্দ্রের উদ্বোধন করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল মনসুরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল অবেদিন খান তুহিন। উপস্থিত ছিলেন- পৌর মেয়র মো. রফিক উদ্দিন ভুইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার জাহান জিটু, স্থানীয় কাউনিন্সলর মো. ইছহাক মিয়া, এনামুল হক বাবুল, ব্র্যাকের সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. মফিজুর রহমান, ব্র্যাক জেলা সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় অফিসের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এইচ এনপিপি ডা. মো. আরিফুল হক ও এলাকা ব্যবস্থাপক আশীষ চক্রবর্তী প্রমুখ।
কর্তৃপক্ষ জানায়, এই সেন্টারের নিজস্ব চিকিৎসকসহ টেলিমেডিসিনের মাধ্যমে স্বল্প মূল্যে চক্ষু চিকিৎসা ছাড়াও সাধারণ যেকোনো রোগের চিকিৎসা, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ রোগের চিকিৎসা, প্রসব পূর্ব ও প্রসব পরবর্তী সেবা, আল্ট্রাসনোগ্রামসহ যাবতীয় প্যাথলজিক্যাল পরক্ষিার সুবিধা থাকবে। ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেন্টার খোলা থাকবে।