শনিবার, ০৪ মে ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

বড় জয়ে শীর্ষে লিভারপুল

  • আপডেট টাইম : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪২ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটি। তবে বড় জয়ে শীর্ষস্থান ধরে রেখেছে লিভারপুল। অন্যদিকে কষ্টার্জিত এক জয় পেয়েছে আর্সেনাল।

ঘরের মাঠ ইতিহাদে বল দখল থেকে শুরু করে আক্রমণে প্রাধান্য বিস্তার করলেও জয়ের দেখা পায়নি ম্যান সিটি। তাদের রুখে দিয়ে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে সাউদাম্পটন।

তবে নিজেদের মাঠ আনফিল্ডে বড় জয়ের হাসি নিয়েই শেষ করেছে জার্গেন ক্লপের দল লিভারপুল। ক্রিস্টাল প্যালেসকে তারা উড়িয়ে দিয়েছে ৩-০ গোলে।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে লিভারপুল। তবে প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৪৩ মিনিট পর্যন্ত। সাদিও মানের ক্লাবের হয়ে করা শততম গোলের মাইলফলকে এগিয়ে যায় অলরেডরা।

৭৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোহামেদ সালাহ। ৮৯ মিনিটে ক্রিস্টাল প্যালেসের কফিনে শেষ পেরেকটি ঠুকেন নাবি কেইতা। শেষ পর্যন্ত ৩-০ গোলের সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এতে ৫ ম্যাচে চার জয় আর এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল। সমান ম্যাচে তিন জয় এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ম্যানচেস্টার সিটি।

অন্যদিকে বার্নলির মাঠে ৩০ মিনিটের মাথায় মার্টিন ওডেগার্ডের গোলে এগিয়ে গেলেও জয় পেতে ঘাম ঝরেছে আর্সেনালের। ম্যাচে আক্রমণে অনেকটাই এগিয়ে ছিল বার্নলি। যদিও গোলমুখ খুলতে পারেননি। শেষ পর্যন্ত ওই এক গোলের জয়েই স্বস্তির হাসি হেসেছে মাইকেল আর্তেতার দল।

৫ ম্যাচে টানা দ্বিতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার ১৩ নম্বরে আর্সেনাল। সমান ম্যাচে এক ড্রয়ে ১৯ নম্বরে বার্নলি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com