শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:৫১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::

জামিন পেলেন বিএনপি নেতা হাফিজ

  • আপডেট টাইম : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনকালে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) মো. হাফিজ উদ্দিন আহমেদকে (বীর বিক্রম) জামিন দিয়েছেন বরিশালের সাইবার ট্রাইবুনাল।

মঙ্গলবার বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক এই জামিনের আবেদন মঞ্জুর করেন। হাফিজ উদ্দিন আহমেদের আইনজীবী অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চু এতথ্য নিশ্চিত করেছেন।

কাজী এনায়েত জানান, রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে এবং বয়স বিবেচনায় সাবেক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদের জামিন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৮ সালের ২৮ ডিসেম্বর ভোলার লালমোহন থানার বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়াম্যান ফরিদুল হক বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, মামলার ২ নম্বর আসামি একই এলাকার মো. বাবুল হাওলাদারের সঙ্গে মুঠোফোনে কথা বলেন হাফিজ উদ্দিন আহমেদ। ওই ফোনালাপে আপত্তিকর কথাবার্তা ছিলো, যা দ্বারা জাতীয় সংসদ নির্বাচন ভন্ডুলের চেষ্টা করা হয়েছে। বিষয়টি পরবর্তীতে গণমাধ্যমে প্রচার হয়। এ ঘটনার প্রতিকার চেয়ে ফরিদুল হক থানায় মামলা করেন। ওই মামলাটি বর্তমানে বরিশালের সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com