ঢাকা : রাজধানীর মেরুল বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদী হাসান (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী হৃদয় হাসান জানান, রামপুরার মেরুল বাড্ডার বাদল গাজী পাইলিং কোম্পানিতে কাজ করার সময় শর্টসার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয় মেহেদী। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত মেহেদী হাসান ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার মো. হেলাল উদ্দিনের ছেলে। বর্তমানে মেরুল বাড্ডা এলাকায় শ্রমিকের কাজ করতেন বলে জানান তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।