ভোলার মনপুরায় মেঘনা নদীতে ইলিশ শিকারের সময় ট্রলারে বজ্রপাতে তিন জেলে আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বিকেলে ঐ উপজেলার নতুন ইউনিয়ন ৫ নম্বর কলাতলীসংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ট্রলারের মাঝি মো. নিজাম উদ্দিন, জেলে সাইফুল ও অনিক দাস। তারা একই উপজেলার নতুন ইউনিয়ন ৫ নম্বর কলাতলীর অফিস খাল এলাকার বাসিন্দা।
আড়তদার ছাবেদ ব্যাপারী জানান, মেঘনায় ইলিশ শিকারের সময় বজ্রপাতের আঘাতে তিন জেলে নদীতে পড়ে যান। পরে অন্য জেলেরা তাদের উদ্ধার করে প্রথমে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাৎক্ষণিক ভোলা হাসপাতালে পাঠানো হয়।
মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. জাহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।