রবিবার, ২৯ জুন ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরা পশ্চিম থানা শ্রমিক দল  কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়। ফরম পূরণে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে! ইভানা তালুকদার জনগণের মতামত নিয়েই আগামীর বাংলাদেশ গড়তে চায় বিএনপি: আমিনুল হক শিক্ষার্থীদের  ফরম পূরণের অনিয়য়ে শ্রেণি শিক্ষক দায়ী ; ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইভানা তালুকদার মানবিক সহায়তায় ৩০ মিলিয়ন ডলার দিল সৌদি আরব শেষ পর্যন্ত ইনিংস ব্যবধানেই হারলো বাংলাদেশ ‘ক্ষমতায় গেলে ১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থান করা হবে’ আজ ড. মুহাম্মদ ইউনূসের জন্মদিন নতুন ৩ দিবসের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছে সরকার সাবেক মন্ত্রী ইমরান ও প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দক্ষিণ আফ্রিকার কাছে টানা দ্বিতীয় ম্যাচ হারল ভারত

  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ১৫৯ বার পঠিত

ভারতকে তাদের আঙ্গিনাতেই মাটিতে নামিয়ে এনেছে দক্ষিণ আফ্রিকা। ঐতিহাসিক রান তাড়ায় প্রথম ম্যাচ জিতেছিল সফরকারীরা। সেই তুলনায় দ্বিতীয় ম্যাচ সহজেই জিতল প্রোটিয়ারা। ৪ উইকেট আর ১০ বল হাতে রেখেই ভারতের দেওয়া ১৪৭ রানের লক্ষ্য টপকে যায় দক্ষিণ আফ্রিকা। এই জয়ে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০ তে এগিয়ে গেল প্রোটিয়ারা।

ভারতের দেওয়া ১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারে রেজা হ্যানরিক ৪ রানে বিদায় নেন ভুবনেশ্বর কুমারের বলে বোল্ড হয়ে। এরপর ডোয়াইন প্রিটোরিয়াস (৪) ও রাসি ভ্যাও ডার দুসেনকেও (১) ফেরান ভুবনেশ্বর।

টপ অর্ডারের ব্যাটারদের হারিয়ে বিপাকে পড়লে হ্যানরিক ক্লাসেনকে নিয়ে ৬৪ রানের জুটি বাঁধেন টেম্বা ভাবুমা। দুজনের জুটি ভাঙে যুজবেন্দ্র চাহালের বলে বোল্ড হয়ে বাভুমার ৩৫ (৩০) রানে বিদায়ের মধ্য দিয়ে।

তবে ক্লাসেন তার ক্লাস দেখিয়েছেন। একের পর এক বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান দলকে। দলীয় ১৪৪ রানের মাথায় ক্লাসেন ৪৬ বলে সাতটি চার ও পাঁচ ছক্কায় ৮১ রান করে বিদায় নেয়ার পর ডেভিড মিলার ১৫ বলে ২০ রান করে ১০ বল বাকি রেখেই তুলে নেন জয়।

এর আগে, কোটাকের বারাবাতি স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে বেশ বিপাকে পড়ে ভারত। ওপেনার ঋতুরাজ গায়কোয়াডের ১ রানে বিদায়ের পর অবশ্য ৪৫ রানের জুটি বাঁধেন শ্রেয়াস আইয়ার ও ঈশান কিষান। শ্রেয়াস করেন ৩৫ বলে ৪০ রান, কিষানের ব্যাটে আসে ২১ বলে ৩৪ রান।

মিডল অর্ডারের ব্যর্থতার পর দীনেশ কার্তিকের ২১ বলে ৩০ রানের ইনিংসে কোনোমতে ৬ উইকেটে ১৪৮ রান তোলে ভারত।

দক্ষিণ আফ্রিকার পক্ষে ২ উইকেট নেন নরকিয়া। ১টি করে উইকেট নেন কাগিসো রাবাদা, ওয়েইন পার্নেল, প্রটোরিয়াস ও কেশব মহারাজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com