মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। খবর ডেইলি মেইলের।
এর আগে এক বিবৃতিতে জানানো হয়, দ্বিতীয় টেস্টের ফলাফল নেগেটিভ না আসা পর্যন্ত তিনি আইসোলেশনেই থাকবেন। শনিবার (০৬ আগস্ট) হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। এর আগে গত শনিবার (৩০ জুলাই) দ্বিতীয়বারের মতো করোনা পজিটিভ হন বাইডেন।
ভাইরাসটি প্রতিরোধে একটি ওষুধ সেবনের পরপরই তার শরীরে আবারও করোনার সংক্রমণ শনাক্ত হয়েছিল। প্রথম দফায় আক্রান্ত হওয়ার কয়েক দিনের মাথায় ওই ওষুধটি সেবন করেছিলেন তিনি।
এর আগেও ২১ জুলাই হোয়াইট হাউস জানিয়েছিল, বাইডেন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে ২৬ জুলাই রাতে ও ২৭ জুলাই সকালে তার অ্যান্টিজেন টেস্ট করা হয়েছিল। কিন্তু দুবারই ফল নেগেটিভ এসেছিল।
করোনার পরিপূর্ণ টিকা নেয়া জো বাইডেন দুবার বুস্টার ডোজও গ্রহণ করেছেন। করোনা আক্রান্ত হলেও এর আগে হোয়াইট হাউসে আইসোলেশনে থেকে ভার্চুয়ালি বিভিন্ন বৈঠক ও ব্রিফিংয়ে অংশ নিয়েছেন তিনি।