রংপুরের কাউনিয়ায় তুচ্ছ ঘটনার জেরে এক বীর মুক্তিযোদ্ধাকে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে এক সন্ত্রাসী। পরে তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শামিমকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৪ আগস্ট) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও পরিবার সূত্র জানিয়েছে, শনিবার (১৩ আগস্ট) কাউনিয়া উপজেলার বালাপাড়ার হরেশ্বর গ্রামে রাত ৯টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে বীর মুক্তিযোদ্ধা তরণীকান্ত রায় প্রতিদিনের মতো শামিমের দোকানে চা পান করতে যান।
এ সময় ‘চা নেই’ বলে তাকে জানায় শামিমের ছোট দুই শিশু। তরণীকান্ত শিশুটিকে দুষ্টুমি করে বলেন, ’তোমাদের দোকানে চা খাব বলে স্টেশনে না খেয়ে এসেছি। এখন আমাকে চা খাওয়াতেই হবে।’ তরণীকান্তের এই কথা শোনামাত্র তার সঙ্গে দুর্ব্যবহার শুরু করে শামিম।
উপস্থিত লোকজন শামিমকে নিবৃত্ত করতে বিফল হয়ে তরণীকান্তকে বাড়ি পাঠিয়ে দেন। পরে ক্ষিপ্ত হয়ে শামিম তরণীকান্তের বাড়িতে গিয়ে ভাঙচুর করে। একপর্যায়ে রড দিয়ে তরণীকান্তের মাথায় আঘাত করে শামীম। এতে জ্ঞান হারিয়ে পড়ে যান তরণীকান্ত।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেন পরিবার ও প্রতিবেশী লোকজন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তরণীকান্ত মাথায় আঘাত পেয়েছেন। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কাউনিয়া থানার উপপরিদর্শক সাজু মিয়া জানান, রাতেই মামলা দিয়ে অভিযুক্ত শামিমকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৪ আগস্ট) বিকেলে শামিমকে আদালতে তোলা হলে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।