নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অভ্যন্তরীণ নৌপথে ফিটনেসবিহীন কোনও যান চলাচল করতে দেয়া হবে না।
নৌ পথে ফিটনেসবিহীন যান চলাচল আইনত দণ্ডনীয় অপরাধ বলে তিনি উল্লেখ করেন।
সোমবার (২৯ আগস্ট) সরকারি দলের সদস্য শহীদুজ্জামান সরকারের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ সব কথা বলেন প্রতিমন্ত্রী।
নৌ প্রতিমন্ত্রী বলেন, ২০২২ সালের ২২ জুলাই পর্যন্ত ফিটনেসবিহীন নৌযান কর্তৃপক্ষের বিরুদ্ধে মেরিন কোর্টে ৮৯৮টি মামলা করা হয়েছে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে বেশকিছু সংখ্যক নৌযানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। ফিটনেসবিহীন নৌযান কর্তৃপক্ষকে জরিমানা করাসহ ত্রুটি সংশোধন করে যানের ফিটনেস ফিরিয়ে আনতে বাধ্য করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, ফিটনেসবিহীন নৌযান কর্তৃপক্ষের বিরুদ্ধে নিয়মিত আইনানুসারে ব্যবস্থা নেয়া হচ্ছে। ত্রুটিপূর্ণ নৌযানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশ ১৯৭৬-এর বিধান অনুসরণ করে আইনি ব্যবস্থা নেয়া হয়। এ ছাড়া একই অধ্যাদেশ অনুযায়ী স্থানীয় জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা মাঠ পর্যায়ে লঞ্চের ফিটনেস তদারকি করছেন।