ঢাকার পোস্তগোলা ব্রিজে মাইক্রোবাসে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা অটোরিকশার যাত্রী ও চালক বলে জানা গেছে। পরে মাইক্রোবাস চালক আলমগীর হোসেন আহতদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।
আহতরা হলেন- স্বপন (৩০), স্বর্ণা (১৭), ববি (২৭), মাসুম (১৭), নাসিমা (৪০) এবং অজ্ঞাতনামা ৪৫ বছর বয়সী এক ব্যক্তি।
আলমগীর হোসেন জানান, তিনি তার গাড়িটি পোস্তগোলা ব্রিজের উপরে ঘুরাচ্ছিলেন। এমন সময় মাওয়া রোড থেকে ঢাকাগামী একটি সিএনজি চালিত অটোরিকশা এসে তার গাড়িতে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক ও ৫ যাত্রী আহত হন। পরে স্থানীয়দের সহযোগীতায় তিনিই তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যান।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাচ্চু মিয়া জানান, আহতদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের অবস্থা গুরুতর।