লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান।
শনিবার গণভবনে দলের মনোনয়ন বোর্ডের সভা শেষে প্রার্থীদের তালিকায় তার নামও প্রকাশ করা হয়। মনোনয়ন পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগের এ নেতা।
বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লক্ষ্মীপুর ইউনিটের চেয়ারম্যান।
২০১৭ সালে জেলা পরিষদের উপনির্বাচনে দলীয় প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান। নির্দিষ্ট মেয়াদ শেষে পুনরায় চলতি বছরের এপ্রিলে প্রশাসক হিসেবে নিয়োগ পান তিনি।
বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান বলেন, মানুষের সেবা করার জন্য আমাকে আবারো মনোনয়ন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচিত হয়ে জেলাবাসীর জন্য আগের মতোই কাজ করবো ইনশা-আল্লাহ।
আগামী ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা পরিষদে ভোটগ্রহণ চলবে। এ নির্বাচনে ভোট দিতে পারবেন ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলার নির্বাচিত প্রতিনিধিরা। এতে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকবেন জেলা প্রশাসক।