বগুড়ার শেরপুর উপজেলায় শেখ মর্তুজা কাওসার অভি (৩০) নামের এক পৌর আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় শেরপুর উপজেলা পরিষদ চত্বরে এ হত্যাকাণ্ড ঘটে। এ তথ্য নিশ্চিত করেন শেরপুর থানার এসআই সাচ্চু বিশ্বাস।
নিহত অভি ওই উপজেলার খন্দকারপাড়ার বাসিন্দা। তার বাবার নাম মৃত হোসাইন কাওসার ফুয়াদ।
এসআই সাচ্চু বিশ্বাস জানান, আওয়ামী লীগ নেতা অভি উপজেলা পরিষদের সামনে অবস্থান করছিলেন। ওই সময় পূর্ব শত্রুতার জেরে একদল যুবক ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান। এসময় নিজেকে বাঁচানোর জন্য অভি দৌড়ে উপজেলা পরিষদ চত্বরে ঢোকেন। সেখানে তাকে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রাখেন ওই যুবকরা। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। শজিমেকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আতোয়ার রহমান খোন্দকার জানান, এই হত্যাকাণ্ডে জড়িত কয়েকজনকে আমরা চিহ্নিত করতে পেরেছি। তাদের ধরতে অভিযান চলছে।