চট্টগ্রামে মিথ্যা ঘোষণায় সিগারেট আমদানি করে শুল্ক ফাঁকির মামলায় দুই আমদানিকারককে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুননেছার আদালত এ আদেশ দেন।
কারাগারে যাওয়া দুজন হলেন- ঢাকার মিমি লেদার কটেজের মালিক গোলাম মোস্তফা ওরফে বাচ্চু মিয়া ও পাবনার এসকেএস এন্টারপ্রাইজের মালিক রাশেদুল ইসলাম কাফি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহমুদুল হক জানান, মিথ্যা ঘোষণা দিয়ে সিগারেট আমদানি করে ১৬ কোটি টাকারও বেশি রাজস্ব ফাঁকির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে গত মার্চে দুটি মামলা করা হয়। মামলা দুটিতে দুই আমদানিকারকসহ সিঅ্যান্ডএফ এজেন্ট ও কাস্টমস কর্মকর্তাদেরও আসামি করা হয়।
দুই মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন দুই আমদানিকারক। নির্দিষ্ট সময়ের পর রোববার তারা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। সেই আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
২০১৮ সালের নভেম্বরে গোলাম মোস্তফা তার প্রতিষ্ঠানের নামে ব্যাগ-জুতা তৈরির মেশিন ও রাশেদুল ইসলাম রুটি তৈরির মেশিন আমদানির ঘোষণা দিয়ে সিগারেট আমদানি করেন। এতে গোলাম মোস্তফা আট কোটি ১৮ লাখ পাঁচ হাজার ১৮৩ টাকা এবং রাশেদুল ইসলাম আট কোটি ১৫ লাখ ছয় হাজার ১১২ টাকা রাজস্ব ফাঁকি দেন বলে অভিযোগ করে দুদক।