পর্তুগিজ ক্লাব বেনফিকার চেয়ে শক্তি-সামর্থ্যে অনেকটাই এগিয়ে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। ম্যাচের শুরুতেই গোল করেন মেসি। এরপরও পিএসজি জয় পায়নি। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ‘এইচ’ গ্রুপের ম্যাচে বেনফিকার সঙ্গে ১-১ গোলের ড্র করে পিএসজি।
এ ম্যাচের ১৬তম মিনিটে ফ্রি-কিক পায় পিএসজি। এতে অবশ্য গোলের দেখা পায়নি পিএসজি। তবে ম্যাচের ২২তম মিনিটেই এগিয়ে যায় পিএসজি। এমবাপ্পেকে বল দিয়ে ডি-বক্সের দিকে ছুটে যান মেসি। এমবাপ্পে বল দেন নেইমারকে। আবার মেসিকে পাস দেন নেইমার। মেসি এবার নিপুণভাবে বাকি কাজ সম্পন্ন করেন। চলতি আসরে লিওনেল মেসির এটি দ্বিতীয় গোল।
এরপর আক্রমণ চালিয়ে গেছে বেনফিকা। তারা গোলের দেখা পায় ৪২তম মিনিটে। এনসো ফের্নান্দেসের ক্রসে লাফিয়েও মাথা ছোঁয়াতে পারেননি গনসালো রামোস। তবে ডিফেন্ডার দানিলো পেরেইরার গায়ে লেগে পিএসজির জালে বল জড়ায়। এতে সমতায় ফেরে বেনফিকা। এরপর ম্যাচে আর কোনো দলই গোলের দেখা পায়নি।