কাতার বিশ্বকাপের পর আর বিশ্বকাপ ফুটবল খেলবেন না বলে জানিয়ে দিলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার এক সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটাই জানিয়েছেন।
মেসি আর্জেন্টিনার সাংবাদিক সেবেস্তিয়ান ভিগনোলোকে সাক্ষাৎকারে এ কথা জানান। এ সাক্ষাৎকারে আর্জেন্টিনার মহাতারকা ফুটবলার বলেন, সিদ্ধান্ত নিয়েছি এটাই আমার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। দিন গুনছি কবে শুরু হবে বিশ্বকাপ।
আর্জেন্টিনা দল নিয়ে এবার আশাবাদী মেসি। তিনি বলেন, আমাদের দল শক্তিশালী এবং আমরা ভালো ছন্দে রয়েছি। তবে বিশ্বকাপের মঞ্চে যেকোনো কিছুই ঘটতে পারে। এখানে প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ।
মেসির আর্জেন্টিনা গত বছর কোপা আমেরিকা জিতেছিল। তবে বিশ্বকাপটা এখনো অধরা রয়ে গেছে তার। ২০১৪ সালে খুব কাছাকাছি গিয়েছিলেন। তবে সেবার ফাইনালে জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তার। এবার অবশ্যই সেই আক্ষেপ মনে-প্রাণে ঘোচাতে চাইবেন তিনি।