রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় নুসরাত জাহান সুমি (৩৮) নামে নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) রাতে ঘটনাটি ঘটে।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে।
নিহতের ভাই মো. জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, নুসরাত কারওয়ান বাজার এলাকায় (বিবিআরএএল) নামে একটি প্রতিষ্ঠানে সিনিয়র অ্যানালিস্ট হিসেবে চাকরি করতেন। খিলগাঁওয়ের গোড়ানে ভাইয়ের বাসায় থাকতেন। কুমিল্লা দেবীদ্বারে পল্লী সঞ্চয় ব্যাংকে চাকরির সুবাদে স্বামী তানভীর আহামেদ সেখানেই থাকেন। মাঝে মধ্যে ঢাকায় আসেন।
তিনি বলেন, অফিস শেষে বাসায় ফিরার পথে মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের সাথে ধাক্কায় গুরুতর আহত হয় নুসরাত। সেখান তাকে পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় কমিউনিটি হাসপাতাল নিয়ে যান। সংবাদ পেয়ে সেখান থেকে রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার মৃত তোফাজ্জল হোসেনের মেয়ে নুসরাত।