নিজস্ব প্রতিবেদক: আব্দুল্লাহপুর রেল গেটে অটো চালকদের কাছ থেকে জোর পূর্বক চাঁদা আদায়ের প্রতিবাদে আবদুল্লাহপুর থেকে তের মুখ ও ফায়দাবাদ এলাকার বিভিন্ন সড়কে চলমান অটো চালকরা অটো বন্ধ রেখে আন্দোলন করছে। এতে স্কুলশিক্ষার্থীসহ হাজার হাজর পথচারি চরম দুর্ভোগে পরেছে।
আজ ৩১ অক্টোবর সোমবার সকাল ১০ টায় গনকবরস্থান রোড পাকার মাথা থেকে কয়েকশ অটোচালক মিছিল নিয়ে ফায়দাবাদ ট্রান্সমিটার এলাকায় জরো হয়ে সব অটো বন্ধ করে আবদুল্লাহপুর -তের মুখসড়কে অবস্থান নেয়।
অটো চালকদের অভিযোগ আব্দুল্লাহপুর রেল গেট এলাকায় কোন যাত্রী নিয়ে গেলে সেচ্চাসেবক লীগ নেতা হাসান এবং তার সহযোগী শাহ আলমকে বাধ্যতামূলক ৫০ টাকা চাঁদা দিতে হবে, না হলে তারা অটো আটকে রেখে নানা রকম হয়রানী করে। চাঁদাবাজ হাসান ও শাহ আলমের চাঁদাবাজী থেকে অটো চালকরা রেহাই পেতে চান।
অটো চালকরা বলেন, আমরা হাসান ও শাহ আলমের চাঁদাবাজীর হাত থেকে বাঁচতে চাই। এরা চিহ্নিত চাঁদাবাজ, এদেরকে আইনের আওতায় আনার দাবী আমাদের।